৩.৩৫ শতাংশেই থাকল রিভার্স রেপো রেট, রেপো রেট ফের অপরিবর্তিত

মুম্বই, ৪ জুন (হি.স.): রেপো রেট পুনরায় অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই), অপরিবর্তিত রাখা হয়েছে রিভার্স রেপো রেটও। অপরিবর্তিত রাখা হয়েছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট। এই নিয়ে টানা ৬-বার পলিসি রেট স্থিতিশীল অবস্থায় রাখল আরবিআই। অপরিবর্তিত থাকার পর বর্তমানে রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ।
শুক্রবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট অপরিবর্তিত রাখা হয়েছে। ৩.৩৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে রিভার্স রেপো রেট। শক্তিকান্ত দাস জানিয়েছেন, “স্থিতিশীলতা বজায় রাখতে রেপো রেট ৪ শতাংশে রাখার সিদ্ধান্ত নিয়েছে মনেটারি পলিসি কমিটি।”