BRAKING NEWS

৮৩-হাজারের ঊর্ধ্বে কোভিড-সংক্রমণ, ব্রাজিলে মৃত্যু ২,০৭৮ জনের

রিও ডি জেনেইরো, ৪ জুন (হি.স.): ব্রাজিলে করোনার প্রকোপে রাশ টানাই যাচ্ছে না, ব্রাজিলে করোনা কেড়ে নিল আরও ২ হাজার ৭৮ জনের প্রাণ, পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩,৩৯১ জন। ফলে ব্রাজিলে ৪ লক্ষ ৬৯ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারা দিনে) ব্রাজিলে নতুন করে ২,০৭৮ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬৯ হাজার ৭৮৪-তে পৌঁছেছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারাদিনে ব্রাজিলে নতুন করে ৮৩,৩৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১৬,৮০৩,৪৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫,২২৮,৯৮৩ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,১০৪,৭০৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *