পাকিস্তানে মৃত্যু বেড়ে ২০,৮৫০, নতুন করে করোনা-আক্রান্ত ১,৭৭১ জন

ইসলামাবাদ, ১ জুন (হি.স.): পাকিস্তানে কমেই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী। বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১,৭৭১ জন এবং মৃত্যু হয়েছে ৭১ জনের। নতুন করে ১ হাজার ৭৭১ জন আক্রান্ত হওয়ার পর, মঙ্গলবার সকাল পর্যন্ত পাকিস্তানে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯ লক্ষ ২২ হাজার ৮২৪ জন।
পাকিস্তানের ন্যাশনাল কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে মৃত্যু হয়েছে ৭১ জন করোনা রোগীর। পাকিস্তানে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২০,৮৫০ জনের। পাকিস্তানে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লক্ষ ৪৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থতার হার ৩.৭১ শতাংশ। পাকিস্তানে সক্রিয় রোগীর সংখ্যা ৫৭,৩৩৬ জন।