নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ রাজ্যে সংক্রমণ নিম্নমুখী৷ কিন্তু করোনায় মৃত্যুর মিছিল থামতেই চাইছে না৷ গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে৷ গতকালও ওই সংখ্যা ছিল একদিনে ছয়৷ স্বাভাবিকভাবে করোনা-র দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু-মিছিলে আতঙ্কিত হয়ে পড়েছে গোটা রাজ্য৷ তবে ত্রিপুরায় করোনা-র সংক্রমণ কিছুটা হ্রাস পেয়েছে৷ কিন্তু পশ্চিম ত্রিপুরা জেলায় করোনা আক্রান্তে লাগাতার শীর্ষ হারে বৃদ্ধি চিন্তা কিছুতেই কমানো যাচ্ছে না৷ তবে দৈনিক সুস্থতার হার কিছুটা স্বস্তি দিয়েছে৷ কিন্তু দৈনিক মৃত্যুর ঘটনা ভীষণ উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে৷
ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় ১,৫৬,৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৩৯৪ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ দৈনিক আক্রান্তের হার অনেকটাই কমে হয়েছে ২.৫১ শতাংশ৷ এদিকে, ফের ছয়জনের মৃত্যু ত্রিপুরায় করোনাকালে চিন্তা রীতিমতো বাড়িয়ে রেখেছে৷ কারণ প্রতিদিন করোনায় আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বিগ্ণ গোটা রাজ্য৷ অবশ্য, গত ২৪ ঘণ্টায় ৮৪৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷ এক্ষেত্রে দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যায় বেশি হওয়ায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে৷ তবে চিন্তা এখনও বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১৭৩ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ তাতে, পশ্চিম ত্রিপুরা জেলা আবারও সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৫,৭০৬ জন৷
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১,৫৬,৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, ৩৯৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ কারণ দৈনিক সুস্থতার সংখ্যা আক্রান্তের তুলনায় বেশি হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৮৪৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ তাতে বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫,৭০৬ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৫১,১৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৪৪,৮৪৮ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার সামান্য কমে হয়েছে ৫.৩৯ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৭.৮১ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.০১ শতাংশ৷ নতুন করে ছয়জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৫১৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে থাকছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ১৭৩ জন, দক্ষিণ জেলায় ৮৩ জন, গোমতি জেলায় ২৪ জন, ধলাই জেলায় ২৭ জন, সিপাহিজলা জেলায় ৩০ জন, উত্তর ত্রিপুরা জেলায় ২০ জন, উনকোটি জেলায় ২২ জন এবং খোয়াই জেলায় ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে৷