নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ রবিবার সকালে চড়িলাম বনদপ্তর এর কর্মীরা কমলাসাগর এর কোনাবন সীতাহলা এলাকায় একটি গাড়ি আটক করে প্রচুর পরিমাণ কাছের লগ উদ্ধার করেছে৷ জানা যায় ,চড়িলাম বনদপ্তর এর কর্মকর্তাদের কাছে সুনির্দিষ্ট খবর আসে কোনাবন সীতাহলা এলাকায় একটি গাড়িতে গাছের লগ বোঝাই করা হচ্ছে৷
সেই খবরের ভিত্তিতে বনদপ্তর এর পর সেখানে ছুটে গেলে গাড়ি ফেলে চালকসহ অন্যরা পালিয়ে যায়৷ সেখান থেকেই লগ সহ গাড়িটি বনদপ্তর এর চরিলাম অফিসে নিয়ে আসা হয়৷ গাড়িটি নম্বরবিহীন বলে জানা গেছে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করা হয়েছে৷ তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ কিংবা বনদপ্তর এর কর্মীরা৷ স্থানীয় সূত্রে জানা গেছে নম্বরবিহীন এই গাড়িতে করে প্রায়ই ওই এলাকা দিয়ে গাছের লগ ও কাঠ নিয়ে যাওয়া হতো৷
রবিবার সকালে সুনির্দৃষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে বনদপ্তর এর কর্মীরা৷ সংরক্ষিত বনাঞ্চল থেকে এসব গাছের লক কেটে নিয়ে আসা হয়েছে বলে বনদপ্তর এর কর্মীরা জানিয়েছেন৷ দীর্ঘদিন ধরে এই ধরনের অপকর্ম চলেছে৷ বনদস্যুদের তাণ্ডবে বনজ সম্পদ ক্রমাগত ধবংস হয়ে যাচ্ছে৷ রাজ্যের বনাঞ্চল থেকে গাছ কেটে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাচার করা হয় বলে অভিযোগ৷
এই চক্রের জড়িতদের গ্রেপ্তার এবং কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ রাজ্যে করোনা কার্ফু চলাকালে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়েই বনদস্যুরা কাজ কর্মে লিপ্ত হয়েছে বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন৷

