নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ কোভিড-১৯ সম্পর্কিত ২৫ মে, ২০২১ তারিখে জারি করা আদেশের পরিপ্রেক্ষিতে মুখ্যসচিব মনোজ কুমার শনিবার বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে আরও কিছু নির্দেশিকা জারি করেছেন৷
আদেশে বলা হয়েছে- কোভিড উপযোগী নিয়মকানুন মেনে চলে এম জি এন আর ই পি এস-এর কাজ চলবে৷ মাস্ক পরিধান করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ক’ষি/মৎস্য/উদ্যানচাষ/বন/প্রাণী পালন ও রাবার ট্যাপিং সম্পর্কিত কাজ গ্রামীণ এলাকায় চলবে৷কার্ফু চলাকালীন সময়ে দুগ্দ পরিবহণকারী যানবাহন চলতে পারবে৷ অন্যান্য পণ্য পরিবহণকারী যানবাহনের ক্ষেত্রে ইতিমধ্যেই ছাড় দেওয়া হয়েছে৷
প্লাম্বিং-এর কাজ, ইলেক্টিশিয়ান, মোটর মেকানিক ও গৃহস্থলী সর’াম মেরামতের যাবতীয় স্পেয়ার পার্টস বিক্রয়কারী দোকান দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে৷দিনের কার্ফুর আওতার বাইরে থাকবে নির্মাণ ও প্রোজেক্ট-এর কাজ৷শিল্প/কোম্পানীতে কর্মরত কর্মীরা পরিচয়পত্র দেখিয়ে দুপুর ১২টার পরও চলাচল করতে পারবেন৷ ২৫ মে, ২০২১-এর আদেশে যেসব জরুরী পরিষেবা দিন ও রাতের কার্ফুর আওতার বাইরে রাখা হয়েছে সেগুলি অপরিবর্তিত থাকবে৷ তথ্য ও সংস্ক’তি দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ক্ষেত্রীয় কার্যালয়গুলিও জরুরী পরিষেবার আওতায় আসবে৷ তাছাড়াও দপ্তরের সচিব/জেলাশাসকগণ প্রয়োজন অনুসারে জরুরী পরিষেবা ঘোষণা করতে পারবেন৷