করোনা আবহে চুপিসারে তৃতীয়বারের জন্য বিয়ে সারলেন প্রধানমন্ত্রী বরিস জনসন

লন্ডন, ৩০ মে (হি.স.) : করোনা আবহে এবার চুপিসারে তৃতীয়বারের জন্য বিয়ে সারলেন খোদ প্রধানমন্ত্রী বরিস জনসন। দীর্ঘদিনের বান্ধবী ক্যারি সিমন্ডসের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।


জানা গিয়েছে, সম্পূর্ণ অনাম্বড়ে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে লন্ডনের ওয়েস্টমিনস্টর ক্যাথিড্রাল চার্চে শনিবার চারহাত এক হয় জনসন ও ক্যারি সিমন্ডসের।
রবিবার প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্রের তরফে সরকারি ভাবে প্রধানমন্ত্রীর বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনা হয়। জানা গিয়েছে, অত্যন্ত গোপনে এই বিয়ের অনুষ্ঠান সাড়া হয়। এমনকি বরিসের সহকর্মীরাও এই বিয়ের বিষয়ে কিছু জানতেন না। করোনা সংক্রমণের কারণে বর্তমানে ইংল্যন্ডে বিয়ের আমন্ত্রিতের সংখ্যা ৩০-এ বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজের বিয়ের অনুষ্ঠানেও সেই নিয়ম পালন করেন তিনি। শেষ মুহূর্তে হাতে গোনা ঘনিষ্ঠ কয়েকজনকেই কেবল আমন্ত্রণ জানানো হয়।


জানা গিয়েছে, লন্ডনের স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ আচমকাই ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয় ওয়েস্টমিনস্টর ক্যাথিড্রাল চার্চ। এরপর দেখা যায় একটি সাদা গাউন পরে লিম্যুজিন গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে আসেন ক্যারি সিমন্ডস। সেখানেই সম্পন্ন হয় বিয়ের যাবতীয় অনুষ্ঠান।২০১৯ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসার পর থেকেই লিভ-ইন করছিলেন বরিস জনসন (৫৬) এবং ক্যারি সিমন্ডস (৩৩)। গতবছরই তাঁরা জানান যে, বরিস ও সিমন্ডস দুজনেই বাগদান পর্ব সেরে ফেলেছেন। ২০২০ সালে তাঁদের ছেলে নিকোলাস জনসন জন্মগ্রহণ করেন।