৩ জুন ইংল্যান্ডে পা দেবেন কোহলিরা, প্রথম থেকেই থাকতে হবে কড়া নিভৃতবাসে

মুম্বই, ২৯ মে (হি.স.) : আগামী ৩ জুন ইংল্যান্ডে পা দিতে চলেছে বিরাট কোহলীর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। শুরু থেকেই তাঁদের থাকতে হবে জৈব সুরক্ষা বলয়ে। শনিবার বিবৃতি জারি করে সরকারিভাবে জানিয়ে দিল আইসিসি। নিউজিল্যান্ড জৈব সুরক্ষা বলয়ে ঢুকবে আগামী ১৫ জুন।
সূত্রের খবরে জানা গিয়েছে, ২ জুনেই মুম্বই থেকে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবেন কোহলীরা। পরদিন গিয়ে পৌঁছবেন। বিমানবন্দর থেকে সোজা হ্যাম্পশায়ারের হোটেলে যাবেন। সেখানে করোনা পরীক্ষা হবে। এরপর নিভৃতবাস পর্ব শুরু করবেন কোহলীরা। জানা গিয়েছে, নিয়মিত পরীক্ষা হবে ক্রিকেটারদের। নিভৃতবাসে থেকেও যাতে শরীরচর্চা করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। প্রথমে ছোট দল এবং তারপর বড় দল তৈরি করে অনুশীলন করা যাবে।
জৈব বলয় কোনও ভাবেই ভাঙা যাবে না। অর্থাত্‍ হোটেল এবং মাঠের বাইরে কোথাও যাওয়ার অনুমতি নেই কোহলীদের। কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ইতিমধ্যেই সেখানে রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলার পর তাঁরা জৈব বলয়ে প্রবেশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *