কেরলে লরি ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ৪ জনের, প্রাণে বাঁচলেন দু’জন

আলাপ্পুঝা, ২৯ মে (হি.স.): কেরলের আলাপ্পুঝা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারল একটি প্রাইভেট গাড়ি। শনিবার ভোররাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন দু’জন। শনিবার ভোররাত তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে আলাপ্পুঝা জেলার হরিপদের কাছে কারিয়্যালাকুলাঙ্গারায় জাতীয় সড়কের উপর। দুর্ঘটনায় নিহতদের নাম-আয়েশা ফাতমা (২৫), রিয়াস (২৭), বিলাল (৫), এবং উন্নিকুট্টান (২০)। আহত হয়েছেন আজমি (২৩) ও অংশদ (২৭) নামে দু’জন, তাঁরা বন্দনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি।
পুলিশ সূত্রের খবর, শনিবার ভোররাতে হরিপদের কাছে কারিয়্যালাকুলাঙ্গারায় জাতীয় সড়কের উপর একটি গাড়ি ও লরির সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে গাড়িটির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়েছে লরিটিও। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ বছরের একটি শিশু-সহ ৪ জনের। আহত অবস্থায় দু’জন হাসপাতালে ভর্তি। হতাহতদের বাড়ি কায়াকুলামে।