নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ করোনা মোকাবিলায় চিকিৎসক স্বল্পতা প্রতিবন্ধকতা তৈরি করুক, এই পরিস্থিতি এড়াতে জরুরি ভিত্তিতে ত্রিপুরা সরকার ১৬৪ জন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক নিয়োগ করবে৷ টিপিএসসি ৪৯২ জনের প্রাথমিক তালিকা তৈরি করে তাঁদের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করেছে৷ আগামী ৩১ মে থেকে তাঁদের ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে৷
করোনা মোকাবিলায় গত ৭ মে ত্রিপুরায় জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল৷ টিপিএসসি-র মাধ্যমে ১৬৪ জন চিকিৎসক নিয়োগ করা হবে৷ চলতি মাসেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল৷ ওই নিয়োগের পরীক্ষায় ১০০ নম্বর এপিআই এবং ১৫ নম্বর ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ থাকবে৷ তবে, করোনা আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিতদের ১০ নম্বর ইনসেনটিভ দেওয়া হবে৷
প্রসঙ্গত, বর্তমানে এমবিবিএস ১১৮টি, হোমিওপ্যাথি তিনটি এবং বিডিএস ২৭টি শূন্যপদ রয়েছে৷ অন্যদিকে, এমবিবিএস ৯৯৭ জন, হোমিওপ্যাথি ১৮ জন, আয়ুর্বেদিক ৪২ জন এবং বিডিএস ৫৩ জনকে নিয়ে ত্রিপুরা সরকারের অধীনে বিভিন্ন হাসপাতালে মোট ১,১১০ জন চিকিৎসক কর্মরত রয়েছেন৷ এছাড়া, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি মিলিয়ে ২০৫ জন, বিডিএস ৪৮ জন এবং এমবিবিএস পাঁচজন চিকিৎসক কর্মরত রয়েছেন৷
১৬৪ জন এমবিবিএস চিকিৎসক নিয়োগে বুধবার টিপিএসসি ৪৯২ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে৷ ওই নিয়োগ প্রক্রিয়ায় তফশিলি জনজাতি (এসটি) ১০১টি শূন্যপদে ৯৮ জন, তফশিলি জাতি (এসসি) ২৮টি শূন্যপদে ৮৩ জন এবং সাধারণ শ্রেণির ৩৫টি শূন্যপদে ৩১১ জন আবেদন জমা দিয়েছেন৷ আগামীকাল ২৮ মে টিপিএসসি-র ওয়েবসাইট থেকে তাঁদের অস্থায়ী ভরতি শংসাপত্র সংগ্রহ করার জন্য বলা হয়েছে৷ আগামী ৩১ মে থেকে তাঁদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে৷ এক্ষেত্রে ধারণা করা হচ্ছে, জুনের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে৷

