BRAKING NEWS

করোনা আবহে লকডাউন সফলতায় কড়া নাকা চেকিং কলকাতা পুলিশের

কলকাতা, ২৮ মে (হি.স.) : দেশ থেকে রাজ্য সর্বত্রই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । আক্রান্তের পাশাপশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও । এরই মাঝে করোনার বাড় বাড়ন্ত ঠেকাতে শুরু হয়েছে রাজ্য জুড়ে লকডাউন । লকডাউন সফলতায় শুক্রবার শহর জুড়ে কড়া নাকা চেকিং কলকাতা পুলিশের ।
গত বছর মার্চ মাস থেকে শহরজুড়ে জাঁকিয়ে রাজ করছে অদৃশ্য ভাইরাস করোনা । গত কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় লকডাউন শুরু হয়েছে রাজ্য জুড়ে । প্রথমে রাজ্য সরকারের তরফে লকডাউনের সময়সীমা ৩০ মে পর্যন্ত করা হলেও । গতকাল তা বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করা হয়েছে। লকডাউন পরিস্থিতিতে লোকাল ট্রেন-বাস-মেট্রো বন্ধ রয়েছে । জরুরী পরিষেবায় যারা যুক্ত তারাই বেরোচ্ছে রাস্তায়।  পরিস্থিতি শুক্রবার শহরজুড়ে কড়া নাকা চেকিং চালায় কলকাতা পুলিশ । দক্ষিণাপন থেকে গড়িয়াহাট সর্বত্রই নাকা চেকিং চালাচ্ছে কলকাতা পুলিশ । সঠিক নথি ছাড়া যেতে দেওয়া হচ্ছে না কোনও গাড়ি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *