নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে রাজ্যেও বামপন্থী সংগঠনগুলি কৃষক আন্দোলনের ছয় মাস পূর্তি উপলক্ষে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করেছে৷ আগরতলা শহর রাজ্যের প্রতিটি ম্যাচেই আন্দোলন কর্মসূচি পালিত হয়৷সারা ভারত বর্ষ জুড়ে কৃষক বিরোধী আন্দোলন চলছে৷
তার ছয় মাস পূর্তি উপলক্ষ্যে এবং কৃষক আইনের বিরোধিতা , কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী শ্রম আইন ও বিদ্যুৎ আইনের বিরোধিতা করে সারা দেশের সাথে তাল মিলিয়ে বুধবার সি.পি.আই.এম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সদর কার্যালয়ে সামনে এক বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ সকাল দশটা নাগাদ এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়৷ এই দিনটি ভারতবর্ষের ইতিহাসে কৃষক শ্রমিক স্বার্থবিরোধী কালো দিবস হিসেবে উদযাপিত হয়েছে৷
এদিনের এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, সিপিআইএম অঞ্চল সম্পাদক তথা শ্রমিক নেতা সুবীর সেন সহ অন্যান্যরা৷
এ প্রসঙ্গে বলতে গিয়ে শ্রমিকনেতা সুবীর সেন বলেন,এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে সিপিআইএম দল কেন্দ্রীয় সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে চায় অবিলম্বে শ্রমিক বিরোধী শ্রম আইন, কৃষক বিরোধী কৃষি আইন এবং জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে৷ অন্যথায় সিপিআইএম দলের এই সংগ্রাম আগামীদিনেও জারি থাকবে৷
বামপন্থী সংগঠনগুলির ডাকা কৃষক আন্দোলন ছয় মাস পূর্ণ হয়েছে৷ কৃষক আন্দোলনের ছয় মাস পূর্তি উপলক্ষে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ তেলিয়ামুড়া মহকুমার পনেরটি স্থানে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়৷

