বিএসএফের বিরুদ্ধে বিনা দোষে মারধরের অভিযোগ জনতার, উত্তেজনা কমলাসাগরে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ মে৷৷ বিএসএফ এবং জনগণের মধ্যে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা৷ ঘটনা কমলাসাগর বিধানসভা মিয়াপাড়া এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় মিয়াপাড়া সুকলের পাশে শামীম মিয়া নামে এক যুবকের মুদির দোকান রয়েছে৷ সেখানে মাত্র দুই থেকে তিন জন যুবক তার দোকানে মুদি সামগ্রী নিতে এসেছিল৷ এমন সময় সীমান্তের কমলাসাগর বিএসএফ কোম্পানি কমান্ডার কে এল ভর্মা এসে শামীম এর উপর আক্রমণ চালায়৷ লাঠি দিয়ে প্রচন্ড ভাবে আঘাত করে বলে অভিযোগ৷ মুহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷


প্রশ্ণ হল সকাল দশটা নাগাদ কেন দোকানে এসে একজন কোম্পানি কমান্ডার সাধারণ জনগণের উপর আক্রমণ চালাবে৷ যদি ইতিমধ্যে ভোর পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দোকান খোলার নির্দেশ রয়েছে৷ তারমধ্যে কেন ক্ষমতার দাপট দেখিয়ে আক্রমণ চালিয়েছে৷ একটা সময় এলাকার জনগণ জড়ো হয়৷ মুহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ ছুটে আসে মধুপুর থানার পুলিশ৷ পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে৷


এদিকে এলাকার জনগণের অভিযোগ মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে কেএল ভার্মা কোম্পানি কমান্ডার আসার পর থেকে সাধারণ জনগণের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে৷ অন্যথায় কখনো বাড়ি ঘরে প্রবেশ করে মারধর, আবার কখনো রাস্তায় দাঁড় করে মারধর৷ রাস্তার পাশে থাকা বসার জায়গা গুলো ভেঙ্গে চুরমার করে দেয়৷ অন্যদিকে কমলাসাগর কসবা এলাকায় মায়ের মন্দিরে যাওয়ার জন্য কেউ আসলে তাদের উপর প্রচন্ড ভাবে মারধর চালায় বলে অভিযোগ৷ সকলের একটি বক্তব্য তাকে মিয়াপাড়া বিএসএফ ক্যাম্প থেকে সরানোর দাবি তুলছে৷ তা নিয়ে বুধবার বারোটা নাগাদ উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকার মধ্যে৷