পজিটিভিট রেট কমে ১.৯৩ শতাংশ, দিল্লিতে কোভিড-আক্রান্ত ১,৪৯১

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): রাজধানী দিল্লিতে আরও কমল করোনার দৈনিক সংক্রমণ, ধীরে ধীরে কমছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে ১৩০ জনের, এই সময়ে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১,৪৯১ জন। ফলে দিল্লিতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ২১ হাজার ৪৭৭ জন এবং মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৯৫ জনের। দিল্লিতে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১৩ লক্ষ ৭৮ হাজার ৬৩৪ জন, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,৯৫২ জন। 

বুধবার দিল্লির স্বাস্থ্য দফতরের পক্ষ বুলেটিনে জানানো হয়েছে, রাজধানী দিল্লিতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১৯ হাজার ১৪৮ জন। দিল্লিতে পজিটিভিটি রেট কমে ১.৯৩ শতাংশে পৌঁছেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *