BRAKING NEWS

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবায় বেসরকারীকরণের অভিযোগ সিপিএম-এর

আগরতলা, ২৫ মে (হি.স.) : বেসরকারি হোটেলে কোভিড কেয়ার সেন্টার চালু করতে ত্রিপুরা সরকারের সিদ্ধান্তে স্বাস্থ্য পরিষেবাকে বেসরকারীকরণের অভিযোগ এনেছে সিপিএম। এক প্রেস বিবৃতিতে সিপিএম বলেছে, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ২৪ মে একটি আদেশ জারি করে আগরতলার একটি মেডিক্যাল ক্লিনিককে হোটেল ভাড়া নিয়ে পেইড কোভিড কেয়ার সেন্টার খোলার অনুমোদন দিয়েছেন। জেলাশাসকের আদেশটিতে প্রতিদিন হোটেলের শয্যা ভাড়া কত হবে তার উল্লেখ রয়েছে। রোগীর খাওয়া খরচ এবং যাবতীয় চিকিৎসা পরিষেবার চার্জ আলাদাভাবে যুক্ত করা হবে।

সিপিএমের দাবি, জেলাশাসকের আদেশ তথা রাজ্য সরকারের এ-সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত থেকে এটা পরিষ্কার, রাজ্যের বর্তমান বিজেপি-আইপিএফটি জোট সরকার কোভিড আক্রান্তদের চিকিৎসা, রোগ নির্ণয় ইত্যাদি বেসরকারীকরণের পথে হাঁটছে। করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই যে অভিযোগ উঠে এসেছে ভারতে জনস্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবা কাঠামো সম্প্রসারণ ও শক্তিশালী করার দায়িত্ব থেকে সরকার ক্রমাগত সরে আসছে। সিপিএমের অভিযোগ, স্বাস্থ্য পরিষেবা ব্যবসার জন্য বেসরকারি সংস্থাকে ছেড়ে দিচ্ছে। উদারীকরণ নীতি অনুসরণ করার পর গত তিন দশকে জনস্বাস্থ্য খাতে সরকারি বাজেট বরাদ্দ ক্রমশ কমছে। ফলে অন্যান্য জটিল রোগের সাথে ভাইরাসজনিত রোগে সংক্রমণ বাড়ছে।

সিপিএম সুর চড়েয়ে বলেছে, সরকারি স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারিত না হওয়ায় করোনা ভাইরাস সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে চলেছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমিতদের চিকিৎসায় জীবনদায়ী ওষুধ অমিল, চিকিৎসা সরঞ্জামের প্রচণ্ড ঘাটতি। নিবিড় অনুসন্ধান চালিয়ে রোগ নির্ণয় এবং গণ-টিকাকরণের দাবি মোদী সরকার এড়িয়ে যাচ্ছে। দলের বক্তব্য, এখনও সরকারি সংস্থাগুলোকে করোনা প্রতিষেধক টিকা উৎপাদনের কোনও লাইসেন্স বা অনুমোদন দেওয়া হয়নি। অথচ অতীতে তো বটেই, সাম্প্রতিক কালেও ভারতের সরকারি সংস্থাগুলো পালস পোলিও টিকাকরণ অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন করেছে। দেশবাসীর জীবনের বিনিময়ে সর্বোচ্চ মুনাফা লাভের জন্য টিকা উৎপাদনে দেশের শুধু দুটি বে-সরকারি সংস্থাকে লাইসেন্স দেওয়া হয়েছে। জনগণের ক্ষোভ-বিক্ষোভ এবং এত তীব্র সমালোচনার পরও মোদী সরকার স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে ন্যূনতম উদ্যোগও নেয়নি। আর এখন বিজেপি পরিচালিত রাজ্য সরকার কোভিড মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ ও শক্তিশালী করার দায়িত্ব পালন না করে বে-সরকারি সংস্থাকে চড়া মূল্যে পেইড কোভিড কেয়ার সেন্টার খোলার অনুমোদন দিল বলে মনে করে সিপিএম, এটা অমানবিক। সরকারের নিজ দায়িত্ব এড়াবার মতো নির্লজ্জ ঘটনা বলে তীব্র আক্রমণ করেছে বিরোধী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *