নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ রবিবার সরকারি বুলিটিন প্রকাশিত হয় রাজ্যে গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছে ৮৭৬ জন৷ নমুনা পরীক্ষা হয় ১২,৮০০ জন৷ মৃত্যু হয়েছে ২ জনের৷ সুস্থতার হার ৮২.৬২ শতাংশ৷ সুস্থ হয়েছে ৪৭৪ জন৷
পশ্চিম জেলায় ৩৯৯ জন, গোমতী জেলায় ৪১ জন, খোয়াই জেলায় ২২ জন, ধলাই জেলায় ৩২ জন, দক্ষিণ জেলায় ১৬৬ জন, সিপাহীজলা জেলায় ১০২ জন, ঊনকোটি জেলায় ৫৪ জন, উত্তর জেলায় ৬০ জন৷ পজেটিভ হার ৫.৩৪ শতাংশ৷ সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৩৫ জন৷ পশ্চিম জেলার পাশাপাশি দক্ষিণ জেলায় সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে৷