নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ ফাঁসিতে আত্মহত্যা প্রতিবন্ধী এক যুবকের৷ ঘটনা বিশালগড় মহকুমার বাইদ্যাদিগি ধজনগর পঞ্চায়েত এলাকায়৷ প্রতিবন্ধী এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘিরে বিশালগড় বাইদ্যাদিগি ধজনগর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে নিজ বাড়ির রান্না ঘরে আত্মহত্যা করে৷
পরবর্তী সময় পিতা নজরুল মিয়া বাড়িতে এসে অনেক ডাকাডাকি এবং উনার ফোন নাম্বারে ফোন করে কোন হদিস পান নি৷কিছুক্ষণ পরে দেখতে পায় রান্নাঘরের দরজা বন্ধ৷দরজা ভেঙ্গে দেখতে পায় ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে প্রতিবন্ধী ছেলে৷ সুমন মিয়া সঙ্গে সঙ্গে বিশালগড় থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ সেখান থেকে মৃত যুবককে উদ্ধার করে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যায়৷ শনিবার ময়না তদন্ত করার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷

