নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ দলের সুপ্রিমো তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মার ওপর হামলার প্রতিবাদে আইপিএফটি-র ডাকে এডিসি এলাকায় ২৪ ঘণ্টার বনধ শান্তিপূর্ণভাবেই অতিবাহিত হচ্ছে৷ কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর এখনও মিলেনি৷ সকালের দিকে আইপিএফটি কর্মী-সমর্থকরা বিভিন্ন স্থানে পিকেটিং করেছেন৷ তবে চতুর্থ শনিবারে সমস্ত অফিস বন্ধ থাকায় এবং সরকারি আদেশে আন্তঃরাজ্য পরিবহণও বনধ-এর কারণে আজকের ওই বনধ জনগণের বিশেষ অসুবিধা হয়নি৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আমরা বনধ-এর রাজনীতিতে বিশ্বাস করি না৷
আজ সকাল থেকেই আইপিএফটি-র কর্মী-সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্থানে পিকেটিং করেন৷ বিভিন্ন সড়কে রাস্তা অবরোধ করেন তারা৷ তবে ছুটির দিন হওয়ায় আজ রাস্তায় বিশেষ যানবাহন বের হয়নি৷ এমনিতেই করোনা মোকাবিলায় ত্রিপুরা সরকার আন্তঃরাজ্য পরিবহণে বিধিনিষেধ আরোপ করেছে৷ ফলে এডিসি এলাকায় আজ কার্যত দোকানপাট বন্ধ ছিল৷ তাতেও বনধ-এ স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে বলে দাবি করেছে আইপিএফটি৷
এ-বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আজ ত্রিপুরায় এমনিতেই সরকারি ছুটি রয়েছে৷ ফলে, বনধ নিয়ে কোনও রাজনীতি হোক চাই না৷ তাঁর কথায়, আমার দল বনধ-এর রাজনীতিতে বিশ্বাস করে না৷ আইপিএফটি আমাদের জোট শরিক৷ ফলে, আমরা একত্রিত হয়ে রাজ্যের উন্নয়নে কাজ করব বলে আমি বিশ্বাস করি৷

