বেজিং, ২২ মে (হি.স.) : শনিবার ভোরে চিনের উত্তরপশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে পরপর কতগুলি কম্পন অনুভূত হল। আর এই ঘটনায় ৩ জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে।
শনিবার ভোরবেলায় চিনের উত্তরপশ্চিম ও দক্ষিণপশ্চিম অংশে তীব্র মাত্রার কতগুলি কম্পন অনুভূত হল। চিনের প্রশাসনের মারফত জানা গিয়েছে,তিব্বতের ওয়িংহাই এবং দক্ষিণপশ্চিম চিনের ইয়ানুন অঞ্চল এই ভূকম্পে কেঁপে ওঠে। কম্পনগুলির কেন্দ্র খুব গভীরে নয়। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত বলেই অনুমান করা হচ্ছে।
মার্কিন জিওলজিকাল সার্ভের তরফে জানানো হয়েছে, ইয়ানুনয়ে, দালি শহরের কাছে ৬.১ মাত্রার কম্পন হয়। এর পার্বত্য এলাকায় অন্তত তিনজনের মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে। অন্ততপক্ষে ২৭ জন আহত। এর কয়েক ঘণ্টা পরেই প্রায় ১৩০০ কিলোমিটার দূরে ৭.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় তিব্বতের ওয়িংহাই অঞ্চলে। এখানে মাত্র কয়েকটি বাড়ি ধসে যায়। অসংখ্য মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।