বদায়ু (উত্তর প্রদেশ), ২২ মে (হি.স.): উত্তর প্রদেশের বদায়ু জেলায় বদায়ু-মোরাদাবাদ হাইওয়েতে মিনি-ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। মৃত ৪ জনের মধ্যে একজন মহিলা ও তাঁর ছেলে রয়েছেন। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বিসাউলি কোতোয়ালি থানার অন্তর্গত মান্ডি সমিতি মার্কেটের কাছে বদায়ু-মোরাদাবাদ হাইওয়ের উপর। এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর পাশাপাশি একজন মহিলা-সহ দু’জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের চিকিৎসা সুবিধা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পুলিশ সূত্রের খবর, মৃতদের নাম-গৌরব (২৫), তাঁর মা মীরা (৫৫), গৌরবের শাশুড়ি সরভেশ (৫১) এবং গাড়ির চালক কপিল (২৮)। শুক্রবার গভীর রাতে মীরাদেবীকে নিয়ে চান্দোউসীর একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন তাঁরা। তাঁদের গাড়িটি যখন বিসাউলি এলাকায় মান্ডি সমিতি মার্কেটের কাছে এসে পৌঁছয় তখন একটি মিনি-ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মা ও ছেল-সহ ৪ জনের। গুরুতর আহত অবস্থায় দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর থেকেই পলাতক মিনি-ট্রাকের চালক।