রুটিন প্রশিক্ষণের সময় বিপত্তি! পঞ্জাবে ভেঙে পড়ল মিগ-২১ যুদ্ধবিমান

মোগা, ২১ মে (হি.স.): রুটিন প্রশিক্ষণের সময় বড়সড় বিপত্তি! পঞ্জাবের মোগার কাছে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধবিমান। বৃহস্পতিবার গভীর রাত একটা নাগাদ মোগার বাঘাপুরানার লঙ্গিয়ানা খুরদ গ্রামে ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমান। যদিও, এয়ারক্রাফট মাটিতে আছড়ে পড়ার আগেই বাইরে বেরিয়ে গিয়েছিলেন পাইলট।
ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ওয়েস্টার্ন সেক্টরে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাইসন এয়ারক্রাফট। পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী গুরুতর আহত হয়েছেন। বাইসন এয়ারক্রাফট দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রুটিন প্রশিক্ষণের সময় বিমানটি ভেঙে পড়েছে, বায়ুসেনা সূত্রে এমনটাই জানা গিয়েছে।