নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ রাজ্য সরকার বর্তমান কোভিড মহামারি পরিস্থিতি পর্যালোচনা করে কোভিড অতিমারির দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আনতে আন্তঃজেলা চলাচল নিয়ন্ত্রিত করার প্রয়োজনীয়তা অনুভব করেছে৷ তাই বিপর্যয় ব্যবস্থাপনা আইন-২০০৫-এর ক্ষমতাবলে ত্রিপুরা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির স্টেট এগজেকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে মুখ্যসচিব ২০-০৫-২০২১-এর সকাল ৫টা থেকে ২৬-০৫-২০২১-এর সকাল ৫টা পর্যন্ত এক জেলা থেকে অন্য জেলায় জনসাধারণের এবং যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে এক আদেশ জারি করেছেন৷ এই আদেশের নিয়ন্ত্রণের বাইরে যে সমস্ত কার্যকলাপ থাকবে তা নিম্নরূপ-
আইন ও শৃঙ্খলা, পুর পরিষেবা, বিপর্যয় ব্যবস্থাপনা ও জেলা প্রশাসন, পুলিশ, মিলিটারি/সি এ পি এফ, স্বাস্থ্য, বিদ্যৎ, অগি নির্বাপন, পানীয়জল, সংবাদ মাধ্যম, জেল, আদালত, সমাজকল্যাণ দপ্তরের পরিচালিত হোম, খাদ্য ও জনসংভরণ, বন ও কোভিড সংক্রান্ত সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি ও যানবাহন চলাচল৷ হেড অব অফিস দ্বারা নির্ধারিত রোস্টার অনুযায়ী সরকারি কর্মচারীদের চলাচল জারি থাকবে৷ পণ্য পরিবহণ, লোডিং/আনলোডিং ও খালি মালবাহী যান, পেট্রোলিয়ামজাত দ্রব্য ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদির পরিবহণ জারি থাকবে৷ বাস, হাল্কা যান/অটো ও ব্যক্তিগত যান চলাচল একমাত্র জরুরী প্রয়োজনে ব্যবহার করা যাবে৷ টিকিট দেখিয়ে বাস, ট্রেন, প্লেনের যাত্রীরা তাঁদের গন্তব্যস্থলে যেতে পারবেন৷ টেলি যোগাযোগ, ইন্টারনেট পরিষেবা, সম্পচার ও ক্যাবল পরিষেবা, আই টি ও আই টি নির্ভর পরিষেবা ইত্যাদির সাথে জড়িত ব্যক্তি ও যানবাহন চলবে৷ খাদ্য, গ্রোসারি সামগ্রী, সবজি, দুগ্দজাত দ্রব্য, মাছ ও মাংস, প্রাণী খাদ্য, ফার্মাসিউটিক্যাল, স্বাস্থ্য সর’াম ইত্যাদি এবং ই-কর্মাস এর ডেলিভারি পরিষেবা চালু থাকবে৷
পেট্রোল পাম্প, এল পি জি, সি এন জি, পেট্রোলিয়াম এবং গ্যাস-এর খুচরো বিক্রি ইতাদির সাথে জড়িত ব্যক্তি ও যানবাহন চলাচল করতে পারবে৷ যেসব শিল্পে রাতদিন কাজ চলে এবং একাধিক শিফটে কাজ হয়, বিদ্যৎ উৎপাদন, গ্যাস উৎপাদন, কোল্ড স্টোরেজ ও ওয়্যারহাউস এসব ক্ষেত্রে কর্মরত কর্মীরা সংশ্লিষ্ট সংস্থার পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে পারবেন৷ ব্যাঙ্ক ও এটিএম, আর বি আই, বীমা, আই এম ডি, এল আই সি, কাস্টম ও স্থলবন্দর এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মী ও যানবাহন চলবে৷ রেলওয়ে/বিমানবন্দর ও কার্গো সার্ভিসের কর্মীরা যাতায়াত করতে পারবেন৷ ডাক ও কুরিয়্যার সর্ভিসের কর্মীগণ৷ বেসরকারি নিরাপত্তা রক্ষী পরিষেবা প্রদানকারীরা৷ বীজ, সার, কীটনাশক, ক’ষি সর’াম পরিবহণ ও মেরামত সংক্রান্ত কার্যকলাপ চলবে৷ এফ সি আই, এফ সি এস এবং সি এ দপ্তরের আওতাধীন মাল পরিবহণ চলবে৷ স্বাস্থ্য পরিষেবা গ্রহণের জন্য রোগীদের চলাচল জারি থাকবে৷ সরকারি ও বেসরকারি সংবাদ মাধ্যমে কর্মরত ব্যক্তিরা পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারবেন৷ জেলা প্রশাসন দ্বারা অনুমোদিত বাকি কার্যকলাপও চলবে৷ এই আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে বিপর্যয় ব্যবস্থাপনা আইন-২০০৫ এবং আই পি সি-র ১৮৮ ধারায় আইনী ব্যবস্থা নেওয়া হবে৷

