নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ রাজধানী আগরতলা শহর এলাকাতেও আয়রন রিমুভাল প্লান্ট বেহাল অবস্থায় পড়ে রয়েছে৷ ফলে ধলেশ্বর এলাকায় জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে৷
পরিস্রুত পানীয় জলের সংকট শুধু গ্রাম পাহাড়েই নয়, খোদ রাজধানী আগরতলা শহর এলাকাতেও পানীয় জলের সংকট চরম আকার ধারণ করেছে৷
বিভিন্ন স্থানে জলের উৎস গুলি বিকল হয়ে পড়েছে৷ জল উত্তোলক পাম্প মেশিন বিকল হয়ে পড়লেও সেগুলো সারাইয়ের জন্য কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ এ বিষয়ে খোঁজখবর নিয়ে জানা গেছে জলের উৎস সংস্কার এবং বিকল্পগুলি সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নেই৷ ফলে এ বছর পানীয় জলের সংকট বিগত বছরগুলোর চেয়েও মারাত্মক আকার ধারণ করেছে৷ অটল জলধারার প্রকল্পে মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার গালভরা প্রতিশ্রুতি দিলেও সেই সব প্রতিশ্রুতি অথৈ জলে৷
গ্রাম পাহাড়ের মানুষ তৃষ্ণামেটানোর জল পাচ্ছেন না৷ ছড়া নালা খাল বিল পুকুর নদীর অপরিশোধিত জল পান করে নানা জল বাহিত রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ৷ খোদ রাজধানী আগরতলা শহরেও পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পাওয়া যাচ্ছে না৷ আগরতলা শহরের আগরতলা ধলেশ্বর রোডে হরিজন কলোনি এলাকায় একটি ওয়াটার পাম্প অবস্থা বেহাল অবস্থায় পড়ে রয়েছে৷ এ পাম্প দিয়েই ধলেশ্বর এলাকায় জল সরবরাহ করে থাকে৷ লক্ষনীয় বিষয় হলো জল আয়রন মুক্ত করার যে মেশিনটি রয়েছে সেটি খুবই করুণ অবস্থায় পড়ে রয়েছে৷ অনাদরে অবহেলায় প্রকল্পটির জঙ্গলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে৷ এ বিষয়ে হেলদোল নেই দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের৷

