নিজস্ব কবর খনন করছে বিজেপি, সিবিআই গ্রেফতারি প্রসঙ্গে রোহন মিত্র

কলকাতা, ১৭ মে (হি.স.): বিজেপি নিজস্ব এবং রাজ্যের ক্যাডারদের কবর খনন করছে। সোমবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় (শোভনবাবু অবশ্য এই মুহূর্তে কোন দলে, তা নিয়ে ধন্দ রয়েছে) গ্রেফতারি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রোহন মিত্র। টুইটে রোহনবাবু জানান, “বাংলায় বিজেপি চিরকালের মত ডুবে গিয়েছে! আমার বালিগঞ্জে বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়-সহ গণতান্ত্রিকভাবে নির্বাচিত ব্যক্তিদের গ্রেফতার করে তারা তাদের নিজস্ব এবং রাজ্যের ক্যাডারদের কবর খনন করছে। যেদিন বিজেপি নারদ কেলেঙ্কারির ভিডিওটি চালু হওয়ার আগে মুছে ফেলেছিল, সেই দিনই নারদ মামলাটি তাৎপর্য হারিয়ে ফেলে।”
রোহন জানান, ২০১৬ সালে তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া পৃষ্ঠা থেকে, মুকুল রায়কে, শুভেন্দু অধিকারীকে তাদের দলে নিয়ে গিয়ে, বিজেপি নিজেই প্রমাণ করেছিল যে নারদকান্ড আর অপরাধ নয়। আমার মতো লোকেরা যারা ভিডিওটি ২০১৬ সালে প্রকাশিত হওয়ার সময় সোচ্চার ছিলেন, আজ আমরা এটাই অনুভব করি। বাংলার রায় ও গর্বকে বৈষম্য ও লক্ষ্য করার বিরুদ্ধে দাঁড়াবে পশ্চিমবঙ্গ। জয় বাংলা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *