নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৫ মে৷৷ গতকাল গোমতি জেলা সভাধিপতি স্বপন অধিকারীর ছেলে তথা প্রাক্তন গোমতি জেলা বিজেপির সাধারন সম্পাদক রূপক অধিকারীর উপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে গোমতি জেলা বিজেপির বর্তমান সভাপতি অভিষেক দেবরায়কে যুক্ত করে যে সকল পোস্ট সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যম পচার করা হচ্ছে সে সম্পর্কে স্পষ্টিকরন দেওয়ার জন্য আজ বিকালে উদয়পুর ব্রহ্মা বাড়িস্থিত বিজেপি গোমতি জেলা কার্যালয়ে বিজেপির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে গোমতি জেলার বিজেপির সম্পাদক প্রশান্ত পোদ্দার, ঘটনার সাথে জড়িত দুষৃকতীকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন৷গয়া শীল ছাড়া অন্য দুষৃকতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন৷
অন্যদিকে সামাজিক মাধ্যম ও সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোমতি জেলা সভাধিপতি স্বপন অধিকারী যে সব মন্তব্য করেছেন এবং বর্তমান গোমতি জেলা বিজেপি সভাপতি অভিষেক দেবরায় সম্পর্কে যে মন্তব্য করেছেন- সে সম্পর্কেও গোমতি জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার তীব্র প্রতিবাদ করেছেন এবং ধিক্কার জানিয়েছেন৷

