ওয়াশিংটন, ১৫ মে (হি.স.): আমেরিকায় করোনাভাইরাসের প্রকোপ অব্যাহত। মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৭৩৩ জন রোগীর। আমেরিকায় শুক্রবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮,২৮৫ জন। ফলে আমেরিকায় ৩৩,৬৬৪,০১৩-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ৭৩৩ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৯৯ হাজার ৩১৪ জনের।
আমেরিকায় আপাতত এক হাজারের নীচেই রয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। সেই ট্রেন্ড অব্যাহতও রইল, শুক্রবার সারাদিনে আমেরিকায় মৃত্যু হয়েছে ৭৩৩ জনের। মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৮৫ জন। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৩,৬৬৪,০১৩-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৬,৭১২,৮২১ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৩৫১ হাজার ৮৭৮ জন।
2021-05-15