15/05/2021
কলকাতা, ১৫ মে (হি. স.) : এয়ার ইন্ডিয়ার বিমানে হায়দরাবাদের ভারত বায়োটেক থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছল কোভ্যাক্সিনের ৭৫ হাজার ডোজ়। শনিবার সকাল ৮টা নাগাদ পৌঁছয় কোভ্যাক্সিন। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের উপস্থিতিতে বাগবাজার সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে টিকাগুলি নিয়ে যাওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতরের আধিকারিকরা আপাতত এই ডোজ বাগবাজার সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে রেখেছেন। কোথায় কোন কোন জেলায় কোভ্যাক্সিনের কত ডোজ় যাবে, দু’ একদিনের মধ্যেই তার বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এরপরই বিভিন্ন জায়গায় তা পৌঁছে যাবে। ফের শুরু হবে কোভ্যাক্সিন টিকাকরণ।
2021-05-15