BRAKING NEWS

অ্যাম্বুলেন্সে কোভিড আক্রান্ত প্রসূতির কন্যাসন্তান প্রসব

আগরতলা, ১১ মে (হি.স.)৷৷ অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করলেন কোভিড আক্রান্ত ২৩ বছরের পারুল দেববর্মা৷ প্রসব যন্ত্রণা নিয়ে খোয়াই থেকে ১০২ অ্যাম্বুলেন্সে করে আগরতলা আসার সময় মাঝপথেই জরুরিভিত্তিতে প্রসব করানোর বিষয়টি অনুভব করেন অ্যাম্বুলেন্সে থাকা ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান মেঘন দেবনাথ৷ মাঝপথে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে সফল প্রসব করান তিনি৷ এক ফুট ফুটে কন্যা সন্তানের জন্ম দেন পারুল দেববর্মা৷


ঘটনার বিবরণে জানা গেছে, খোয়াই জেলার মুঙ্গিয়াকামী এলাকার মুণ্ডাবাড়ির নিবাসী দেবাশিস দেববর্মার সন্তানসম্ভবা স্ত্রী পারুল দেববর্মা কোভিড সংক্রমিত হন৷ সোমবার রাত থেকে তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়৷ করোনা সংক্রমিত পারুল দেববর্মার সন্তান প্রসবের বিষয়ে মুঙ্গিয়াকামী হাসপাতালে বিষয়টি জানানো হলে সঙ্গে সঙ্গে খোয়াই জেলার কোভিড ডেডিকেটেড একমাত্র ১০২ অ্যাম্বুলেন্সটি পারুল দেববর্মাকে জিবিপি হাসপাতালে নিয়ে আসার উদ্দেশ্যে রওনা হয়৷


গর্ভাবস্থাতেই কোভিড আক্রান্ত হওয়ায় সন্তান প্রসবের জন্য আনা হচ্ছিল জিবিপি হাসপাতালে৷ ১০২ অ্যাম্বুলেন্সে যাবতীয় ব্যবস্থাপনা থাকায় দক্ষতার সাথে পিপিপি কিট পড়ে অ্যাম্বুলেন্সেই প্রসব করান মেঘন দেবনাথ৷ প্রসবের পর মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পর্যবেক্ষণে মা এবং সন্তান দুজনকেই বাড়িতে রাখা হয়েছে৷ বর্তমানে দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে৷ শিশুটির ওজন এক কেজি ৮০০ গ্রাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *