টানা ৪ দিন দেশে ৪ লক্ষের বেশি সংক্রমণ, দৈনিক মৃত্যুর সংখ্যাও ৪ হাজারের বেশি

নয়াদিল্লি, ৯ মে (হি.স.) :  দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের ৪ লক্ষের বেশি। এই নিয়ে পর পর ৪ দিন আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের গণ্ডি পার করল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাও ৪ হাজারের বেশি। তবে শনিবারের তুলনায় তা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৯২ জনের।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ৯ মে রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২২ লক্ষ ৯৬ হাজার ৪১৪ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৩৬২ জনের।ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্যে শুরু হয়ছে সম্পূর্ণ লকডাউন। আংশিক লকডাউন, নাইট কারফিউ, সাপ্তাহিক লকডাউন চলছে বাকি সব জায়গাতেই। কিন্তু কোনও কিছুতেই রোখা যাচ্ছে না সংক্রমণ। করোনা যেন ভয়াবহ দুঃস্বপ্ন। লাগাতার রেকর্ড গড়ার পর রবিবার মৃতের সংখ্যা সামান্য কমলেও তা স্বস্তিদায়ক মোটেই নয়। কারণ, গত ২৪ ঘণ্টাতেও দেশে মারণ এই ভাইরাসের কবলে পড়েছেন চার লক্ষের বেশি মানুষ। মৃত্যুও হয়েছে চার হাজারের বেশি। তবে, সামান্য স্বস্তি মিলেছে দৈনিক সুস্থতার সংখ্যায়।


আক্রান্ত এবং মৃতের সংখ্যা উদ্বেগ বাড়ালেও সামান্য স্বস্তি দিয়েছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৪৪ জন। যা দৈনিক আক্রান্তের থেকে কম হলেও এখনও পর্যন্ত সর্বকালের সর্বোচ্চ। যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস সামান্য বেড়ে দাঁড়াল ৩৭ লক্ষ ৩৬ হাজার ৬৪৮ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৮৩ লক্ষ ১৭ হাজার ৪০৪ জন। করোনা রুখতে টিকাকরণে জোর দিচ্ছে ভারত। দেশে টিকাকরণের হারও ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১৬ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৬৬৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *