আগরতলা, ৮ মে (হি. স.)৷৷ করোনা-র প্রকোপে ভারত-বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ ফলে, দুই দেশের মধ্যে যাতায়াতে স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটেছে৷ বিশেষ অনুমতি নিয়ে দুই দেশের নাগরিক নিজ দেশে ফিরছেন৷ তাতে দেখা যাচ্ছে, বাংলাদেশে লকডাউন-র পর থেকে ১২ দিনে আগরতলা আইসিপি দিয়ে ৩৯৯ জন দুই দেশের নাগরিক নিজ দেশে ফিরেছেন৷ তাদের মধ্যে ২৬৯ জন বাংলাদেশী নাগরিক এবং ১৩০ জন ভারতীয় নাগরিক রয়েছেন৷ গত ২৬ এপ্রিল থেকে বাংলাদেশ-এ লকডাউন শুরু হয়েছে৷ ২৭ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত তারা আগরতলা আইসিপি দিয়ে যাতায়াত করেছেন৷
এদিকে, আজ আগরতলা আইসিপি দিয়ে এক বাংলাদেশী নাগরিক-র মৃতদেহ দেশে ফিরেছে৷ আব্দুল কুদ্দুস(৭০) দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন৷ তিনি চিলিতার জন্য ভেলোর গিয়েছিলেন৷ গত ৬ মে তিনি চিকিতাধীন অবস্থায় প্রয়াত হন৷ আজ তার মৃতদেহ আগরতলা আইসিপি দিয়ে বাংলাদেশ ফেরত নিয়ে গেছেন স্বজন-রা৷
আগরতলা-আখাউড়া চেকপোষ্ট দিয়ে বাংলাদেশ ও ভারতে আটকে পড়া নাগরিকরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন৷ দেশে ফেরা ভারতীয়দের বেশিরভাগই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া৷ উভয় দেশের নাগরিকরা নিজ নিজ দেশের হাই কমিশনের অনুমতি নিয়েই ফিরতে পারছেন৷ আখাউড়া চেকপোষ্ট ইমিগ্রেশন অফিস এ তথ্য জানিয়েছে৷
আগরতলা থেকে দেশে ফেরা বাংলাদেশীদের সরকার নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে৷ এদের প্রত্যেকের করোনা টেষ্ট করা হবে৷ রিপোর্ট নেগেটিভ আসলেই ফিরতে পারবেন ঘরে৷ যদিও ভারত থেকে করোনা টেষ্টের নেগেটিভ রিপোর্ট নিয়েই তাঁরা দেশে ফিরেছেন৷
ভারতে করোনা-র প্রকোপে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে৷ এই কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত বন্ধ রয়েছে৷ আগামী ১৬ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার৷ তবে এই সময়ে আটকে পড়া দুই দেশের নাগরিকদেরই নিজ নিজ দেশের হাই কমিশনের অনুমতি নিয়ে ফেরার সুযোগ বন্ধ করা হয়নি৷ ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশীদের ভারতে ও ভারতীয়দের বাংলাদেশে আসা বন্ধ আছে৷
আগরতলা-আখাউড়া চেকপোষ্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশীরা ফিরছেন৷ একই পথে বাংলাদেশ থেকে ভারতীয়রা ফিরছেন দেশে৷ তবে দুই দেশের নাগরিকদেরই দেশে ফিরতে নিজ দেশের হাই কমিশনের অনুমতি নিতে হচ্ছে৷ এছাড়া বেনাপোল ও বুড়িমারি চেকপোষ্ট দিয়েও এই সুবিধা থাকছে৷
দিল্লীস্থিত বাংলাদেশ হাই কমিশনের এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে, বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৪ দিন বা তারও কম রয়েছে তারা আগে ফিরতে পারবেন৷ দিল্লি, কলকাতা বা আগরতলা মিশন থেকে এদের অনুমোদন নিতে হবে৷ দেশে ফেরার পর তাদেরকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ আর বাংলাদেশে প্রবেশের আগে ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ আরটিপিসিআর টেস্ট রিপোর্ট সঙ্গে রাখতে হবে৷

