২৪ ঘন্টায় মৃত্যু ১২০ জনের, পাকিস্তানে পজিটিভিটি রেট ৮.৫৪ শতাংশ

ইসলামাবাদ, ৮ মে (হি.স.): পাকিস্তানে ফের বাড়ল করোনা-আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হল ১২০ জনের। পাকিস্তানের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সারাদিনে পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,১০৯ জন, এই সময়ে পাকিস্তানে মৃত্যু হয়েছে ১২০ জনের। ফলে পাকিস্তানে এযাবত্‍ করোনা কেড়ে নিয়েছে ১৮,৭৯৭ জনের প্রাণ এবং মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৫৪ হাজার ২৪০ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৭ লক্ষ ৫২ হাজার ৭১২ জন।

শনিবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,১০৯ জন এবং মৃত্যু হয়েছে ১২০ জনের। সবমিলিয়ে পাকিস্তানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮,৫৪,২৪০। পাকিস্তানে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৮২,৭৩১। এযাবত্‍ পাকিস্তানে সুস্থ হয়েছেন ৭,৫২,৭১২ জন। পাকিস্তানে পজিটিভিটি রেট ৮.৫৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *