নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ করোনা দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থা মুকাবিলা করতে এবং সন্ত্রাস মোকাবেলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে মুখ্যমন্ত্রীর সাথে সিপিআইএম পরিষদীয় দল দেখা করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান৷ বর্তমান পরিস্থিতির দিকে গুরুত্ব দিয়ে বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে তুলে ধরা হয় বৃহস্পতিবার৷
সাংবাদিক সম্মেলন করে বৃহস্পতিবার এ কথা জানান বিরোধী দলনেতা মানিক সরকার৷ তিনি বলেন তিনি বলেন রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে বিধানসভায়, সর্বদলীয় বৈঠকে এবং বিবৃতি দিয়ে দাবি তোলা হয়েছে৷ কিন্তু কোনোরকম সদর্থক ভূমিকা না পাওয়ায় পুনরায় আলোচনা যেতে হয় মুখ্যমন্ত্রীর সাথে৷ রাজ্যে হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক এবং নার্সের প্রয়োজন৷ বর্তমান করোনা পরিস্থিতিতে পর্যাপ্ত পরিমানে না থাকলেও কাজ করা চিকিৎসক এবং নার্সদের পক্ষে পরিষেবা দেওয়া কষ্টকর হয়ে পড়বে৷
সাব্রুম, গন্ডাছড়া, কাঞ্চনপুর সহ দূরবর্তী মহকুমাগুলিতে করোনা চিকিৎসার জন্য কোভিড সেন্টার অত্যন্ত জরুরি৷ কারণ দূরবর্তী মহাকুমারগুলি থেকে রোগী কোভিড হাসপাতালে নিয়ে যেতে দীর্ঘ সময় লাগে৷ দ্বিতীয়তঃ প্রত্যেককে কোভিড নমুনা পরীক্ষা করা বাধ্যতামূলক করতে হবে৷ এতে পজিটিভ শনাক্ত হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আর নেগেটিভ রিপোর্ট আসলে সংক্রমণ সম্পর্কে সচেতন করতে হবে৷ কিন্তু এ বিষয়ে আগে থেকে বলে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ সংক্রমণ কম দেখাচ্ছে সরকার৷
বিষয়টি অত্যন্ত গুরুত্বের সহকারে দেখার কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রীকে বলে জানান শ্রী সরকার৷ অনুরূপভাবে বলা হয়েছে রাজ্যের প্রবেশ পথগুলোতে পরীক্ষার ব্যবস্থা করা৷ এক্ষেত্রে কোনো রকম গাফিলতি করলে চলবে না৷

