ডিএমকে-র প্রত্যাবর্তন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ এম কে স্ট্যালিনের

চেন্নাই, ৭ মে (হি.স.): তামিলনাড়ুতে প্রত্যাবর্তন হয়েছে ডিএমকে-র। নতুন মুখ্যমন্ত্রীর শপথ নেওয়া শুধুই সময়ের অপেক্ষা ছিল, সেই অপেক্ষাও শেষ হল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিএমকে সভাপতি মুথুভেল করুণানিধি স্ট্যালিন। শুক্রবার সকালে রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে, এম কে স্ট্যালিনকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। কোনও জাঁকজমক নয়, কোভিডের জন্য অনাড়ম্বর ছিল শপথগ্রহণ অনুষ্ঠান। আমন্ত্রিতদের তালিকাও ছিল তুলনামূলক ছোট। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইএডিএমকে নেতা ও পন্নীরসেলভম, কংগ্রেস নেতা পি চিদম্বরম, এমডিএমকে প্রধান ভাইকো প্রমুখ।
এদিন স্ট্যালিন-সহ তাঁর দলের ৩৩ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে ১৯ জন আগে মন্ত্রী ছিলেন এবং ১৫ জন একেবারে নতুন মুখ। শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। তামিলনাড়ুর জলসম্পদ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমকে-র সাধারণ সম্পাদক দুরাই মুরুগানকে, মেডিক্যাল এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দায়িত্বে চেন্নাইয়ের প্রাক্তন মেয়র মা সুব্রামানিয়ান, স্ট্যালিন পুত্র উদয়ননিধির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আনবিল মহেশ পওইয়ামোঝি স্কুল শিক্ষা দফতরের মন্ত্রী হয়েছেন। আইন দফতর সামলাবেন এস রঘুপতি, ফুড ও সিভিল সাপ্লাই মন্ত্রী হয়েছেন আর সাক্কারাপানি, তথ্য প্রযুক্তি মন্ত্রী হয়েছেন টি মানো, অর্থ ও মানব সম্পদ মন্ত্রকের দায়িত্বে পালানিভেল থিয়াগরাজান। সবমিলিয়ে স্ট্যালিন-সহ তাঁর দলের ৩৩ জন বিধায়ক এদিন মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এবার দারুণ ফল করেছে এম কে স্ট্যালিনের ডিএমকে। ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় ডিএমকে জোট জয়ী হয়েছে ১৫৩টি আসনে (ডিএমকে একই জয়ী হয়েছে ১৩৩টি আসনে) এবং এআইএডিএমকে জোট জয়ী হয়েছে ৮০টি আসনে (এআইএডিএমকে জয়ী হয়েছে ৬৬টি আসনে)। তামিলনাড়ুতে সরকার গঠনের দাবি জানিয়ে গত বুধবার তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন। এরপর শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে স্ট্যালিন শপথ নিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *