কমলাসাগরে ডিওয়াইএফআই’র সেনিটাইজেশন কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ করোনা পরিস্থিতিতে পুণ্যার্থীরা যাতে কোন ধরনের সমস্যার সম্মুখীন না হয় সে জন্য ডি ওয়াই এফ আই কমলাসাগর অঞ্চল কমিটির উদ্যোগে কমলাসাগর কসবা কালীবাড়ি মন্দির চত্বরে সেনিটাইজার করা হয়৷ রাজ্যে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা৷ সংক্রমণের হাত থেকে রক্ষার লক্ষ্যে কমলাসাগর ডি ওয়াই এফ আই অঞ্চল কমিটির উদ্যোগে কমলাসাগর কসবা কালীবাড়ি মন্দির চত্বরে সেনিটাইজ করা হয়৷

কমলাসাগর কসবা কালীবাড়ি মন্দিরে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থী এবং এলাকার স্থানীয় জনগণ যাতে সেই মহামারী সংক্রমণের হাত থেকে রক্ষা পায় সেই লক্ষ্যে কমলাসাগর ডি ওয়াই এফ আই অঞ্চল কমিটি এই উদ্যোগ গ্রহণ করে৷ কমলাসাগর কসবা কালীবাড়ি মন্দিরের আনাচে কানাচে রাস্তাঘাট এবং দোকানপাঠ গুলিতে সেনিটাইজ করা হয়৷ ডিওয়াইএফআইর এই উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়৷


উল্লেখ্য বাংলায় পুনরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যে বাম সংগঠনগুলোর অনেকটা সক্রিয় হয়ে উঠেছে৷ কমলাসাগর ডি ওয়াই এফ আই অঞ্চল কমিটি সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের অস্তিত্বের প্রমাণ জনসমক্ষে তুলে ধরার উদ্যোগ নিয়েছে৷


উপস্থিত ছিলেন বিশালগড় বিভাগীয় কমিটির বাম যুব সংগঠনের নেতা হিরণ্ময় নারায়ন দেবনাথ, ডি ওয়াই এফ আই কমলাসাগর অঞ্চল সম্পাদক রাজেশ দত্তএবং কৃষ্ণপদ ভৌমিকসহ অন্যান্যরা৷ তারা বলেনকোভিড মহামারীর সংক্রমণে রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাবে ডিওয়াইএফআই সংগঠন৷ আগামী দিনেও জারি থাকবে এই ধরনের সামাজিক কর্মসূচি বলেও জানান যুব সংগঠনের নেতৃবৃন্দ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *