নির্বাচনে হারানোর কিছু ছিল না : বিজেপি ত্রিপুরা

আগরতলা, ২ মে (হি. স.)৷৷ নির্বাচনে হারানোর কিছু ছিল না৷ সামগ্রিকভাবে বিজেপি দারুন ফলাফল করেছে৷ পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল নিয়ে প্রতিক্রিয়ায় বলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ তাঁর দাবি, জাতীয় স্বার্থে এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে জয় প্রয়োজন ছিল৷ তবে, মাত্র তিনটি আসন থেকে এখন পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ বিজেপির জন্য বিরাট প্রাপ্তি৷


তাঁর কথায়, সত্যিকার অর্থে পাঁচ রাজ্যের নির্বাচনে হারানোর কিছু ছিল না৷ সে দিক বিচারে যথেষ্ট ভালো ফলাফল করেছে বিজেপি৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গে তিনটি আসন থেকে এখন প্রধান বিরোধী দল হয়ে উঠা বিরাট প্রাপ্তি ঠিকই৷ তবে, জাতীয় স্বার্থে ক্ষমতা দখল করা প্রয়োজন ছিল৷ তাঁর দাবি, মৌলবাদী শক্তি পশ্চিমবঙ্গে যেভাবে মাথা চাড়া দিচ্ছে, বিজেপি-র সরকার গঠন খুবই দরকার ছিল৷


এদিন তিনি বলেন, সর্বত্রই শক্তি বৃদ্ধি হয়েছে৷ পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যেই বিজেপি শক্তি প্রদর্শন করেছে৷ অসম-এ প্রত্যাবর্তন হয়েছে এবং পুদুচেরী-তে বিজেপি-র নেতৃত্বে এনডিএ সরকার গঠন করতে চলেছে৷ তাই তিনি সকল-কে অভিনন্দন জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *