কলকাতা, ২ মে (হি. স.) : তৃণমূলের জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তৃণমূলের জয়ের জন্য মমতা দিদিকে অভিনন্দন জানাচ্ছি। জনগণের আকাঙ্ক্ষাগুলি পূরণে এবং কোভিড মহামারীকে কাটিয়ে উঠতে কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে সম্ভাব্য সব সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।
আমি পশ্চিমবঙ্গের আমার বোন এবং ভাইদের ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাদের দলকে আশীর্বাদ করেছেন। এর আগে এই রাজ্যে বিজেপির উপস্থিতি ছিল সামান্য। এই উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিজেপি জনগণের সেবা করবে। আমি ভোটে প্রত্যেকে কার্যকর্তাকে তাঁদের উৎসাহী প্রচেষ্টার জন্য সাধুবাদ জানাই।“
টুইটে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে তাঁর দলের বিপুল জয়ের জন্য অভিনন্দন। তাঁর পরবর্তী রাজনৈতিক জীবনের জন্য আমার শুভেচ্ছা রইল।’ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ টুইপে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফের বিপুল জয়ের জন্য মমতা দিদিকে অভিনন্দন। আপনার পরবর্তী মেয়াদের জন্য শুভেচ্ছা রইল।’
প্রধানমন্ত্রী বিকেল পর্যন্ত টুইটে শুভেচ্ছা জানানোয় কিছুটা হলেও বিস্মিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কটাক্ষের সুরে বলেন, ‘উনি প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কদর্য ভাষায় আর অশ্লীল অঙ্গভঙ্গি করে আক্রমণ করেছিলেন তাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা সৌজন্য আশা করি না।’ এর পর রাতে প্রধানমন্ত্রী টুইট করেন।