নয়াদিল্লি, ২ মে (হি.স.) : রবিবাসরীয় আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ বলে মনে করেন কেন উইলিয়ামসন। এই পিচে আগে ব্যাট করা বেশ চ্যালেঞ্জিং বলে মনে করেন হায়দরাবাদের অধিনায়ক। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৬ ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। ব্যর্থতার দায় ঘাড়ে চাপিয়ে দলের অধিনায়কত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ডেভিড ওয়ার্নারকে। পরিবর্তে আজ কেন উইলিয়ামসনের নেতৃ্ত্বে মাঠে নামতে চলেছে হায়দরাবাদ। অন্যদিকে শেষ চারের লড়াইয়ে পৌঁছতে আজ জিততে মরিয়া রাজস্থান রয়্যালসও। ফলে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা।
জয়দেব উনাদকাটের পরিবর্তে আজ সঞ্জু স্যামসন শিবিরের প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে কার্তিক ত্যাগীকে। শিবম দুবের পরিবর্তে আজ রাজস্থান দলে অভিষেক হতে চলেছে অনুজ রাওয়াতের। অন্যদিকে অধিনায়কত্ব খুইয়ে দল সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ থেকেও বাদ পড়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁর পরিবর্তে আজ খেলছেন মহম্মদ নবি। জগদীশ সূচিত ও সিদ্ধার্থ কৌলের পরিবর্তে আজ খেলবেনম ভুবনেশ্বর কুমার ও আব্দুল সামাদ। সানরাইজার্স
হায়দরাবাদ প্রথম একাদশ : জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনীশ পান্ডে, কেদার যাদব, বিজয় শঙ্কর, আব্দুল সামাদ, মহম্মদ নবি, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ। রাজস্থান
রয়্যালস প্রথম একাদশ : জস বাটলার (উইকেটরক্ষক), যশশ্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), অনুজ রাওয়াত, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, কার্তিক ত্যাগী, চেতন সাকারিয়া, মূুস্তাফিজুর রহমান।