কলকাতা, ২ মে (হি. স.) :পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূলের জয়ে রবিবার রাতে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
অমিত শাহ টুইটে লিখেছেন, “আমি বাংলার মানুষের রায়কে সম্মান জানাই। বিজেপির প্রতি সমর্থনের জন্য বাংলার মানুষকে ধন্যবাদ। বিজেপি শক্তিশালী বিরোধী দল রূপে বাংলার মানুষের অধিকার এবং রাজ্যের উন্নয়নের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাবে।“
জেপি নাড্ডা লিখেছেন, “ভারতীয় জনতা পার্টি বাংলার জনতার আদেশকে হৃদয় থেকে সম্মান জানায় এবং এই ফলাফলের জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানায়। আমি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ সকল কার্যকর্তাদের পরিশ্রমের জন্য তাদের ধন্যবাদ জানাই। বিজেপি ‘সোনার বাংলা’র স্বপ্নের জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাবে।
বিজেপি নিজের মতাদর্শকে বাংলার ঘরে ঘরে নিয়ে যাবার চেষ্টা চালিয়ে যাবে। আমি সেই সকল কার্যকর্তাদের প্রণাম জানাই, যারা এই সংগ্রামে নিজেদের সর্বস্ব ত্যাগ করে দিয়েছেন। কার্যকর্তাদের পরিশ্রমের ফলেই আজ বিজেপি বাংলায় প্রধান বিরোধী দল রূপে স্থাপিত হয়েছে।“