গুয়াহাটি, ২ মে (হি.স.) : টানটান উত্তেজনায় গণনা চলছে অসম-এ। তবে, সম্ভাব্য ফলাফল ইঙ্গিত দিয়েছে, অসম-এ ফের সরকার গঠন করছে বিজেপি জোট। ফলে, বুথ ফেরত সমীক্ষার ফলাফল কার্যত মাইল গিয়েছে।
নির্বাচন কমিশন এখন পর্যন্ত ১২০টি আসনে সম্ভাব্য ফলাফল-র ঘোষণা দিয়েছে। কমিশন-র ঘোষণা অনুযায়ী, এআইইউডিএফ ১১টি, অসম গণ পরিষদ ১১টি, বিজেপি ৬০টি, বিপিএফ ৩টি, কংগ্রেস ২৬টি, ইউপিপিএল ৭টি, সিপিএম ১টি এবং নির্দলীয় প্রার্থী ১টি আসনে এগিয়ে রয়েছে।
স্বাভাবিকভাবে, সরকার গঠন-র অনেক কাছে পৌছে গিয়েছে বিজেপি জোট। ইতিপূর্বে অসম-র অর্থ মন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছিলেন, অন্তত ৮৫ টি আসনে বিজেপি জোট জয়ী হবে। তেমনি, কংগ্রেস-ও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। কিন্ত, জনাদেশ পুণরায় পদ্মশিবিরের দিকের আস্থা প্রদর্শনের ইঙ্গিত দিয়েছে। হিন্দুস্থান সমাচার\সন্দীপ