ভারুচ (গুজরাট), ১ মে (হি.স.): গুজরাটের ভারুচ জেলায় কোভিড-১৯ কেয়ার সেন্টারে আগুন লেগে মৃত্যু হল করোনা-আক্রান্ত ১৬ জন রোগীর। শুক্রবার গভীর রাত ১২.৩০ মিনিট নাগাদ ভারুচের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালের কোভিড-১৯ কেয়ার সেন্টারে আগুন লাগে। ভারুচ-জাম্বুসার হাইওয়ের ধারে অবস্থিত চার-তলা ওই হাসপাতালে সেই সময় ৭০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন, তাঁদের মধ্যে ২৪ জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
জেলাশাসক মোধ্যা জানিয়েছেন, প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালের কোভিড-১৯ কেয়ার সেন্টারে আগুন লেগে মৃত্যু হয়েছে ১৬ জন রোগীর। ভারুচের পুলিশ সুপার রাজেন্দ্রসিনহ চুদাসামা জানিয়েছেন, আগুন ও ধোঁয়ায় অসুস্থ হয়েই ১৬ জন রোগীর মৃত্যু হয়েছে। বাকি রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমকল কর্মীদের প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালটি একটি ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়।