ভোট দফার শেষ লগ্নে মানিকতলায় বাহিনীর মারে আহত মহিলা ভোটার

কলকাতা,২৯ এপ্রিল ( হি স):   রাজ্য জুড়ে চলছে অষ্টম দফার ভোট । বৃহস্পতিবার  কলকাতার বেশ কয়েকটি জায়গায় চলছে ভোট ।   ভোট চলাকালীন মানিকতলায় বাহিনীর মারে মহিলা ভোটার আহত হওয়ার অভিযোগ ।

অভিযোগ উঠছে এদিন ভোট চলাকালীন মানিকতলার কাদাপাড়া শীতলামন্দির এলাকায় ভোটারদের হুমকি দেওয়ার। পাশাপাশি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভোটারদের মারধরের । এমনকি অভিযোগ মানিকতলায় বাহিনীর মারে আহত মহিলা ভোটারের অবস্থা আশঙ্কাজনক । ভোট চলছে অষ্টমীতে চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া অঞ্চলে চলছে ভোট । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *