শান্তিরবাজারে গণপ্রহারে মৃত্যু এক ব্যক্তির, গ্রেপ্তার দুই অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৭ এপ্রিল৷৷ শ্বশুরবাড়ির লোকজনদের গণপ্রহারে মর্মান্তিক মৃত্যু হয়েছে জামাতার৷ মৃতের নাম অজয় নোয়াতিয়া৷ ঘটনা প্রতিছড়ি এলাকায়৷ চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার বিবরনে জানাযায় গতকাল পতিছড়ী ড্রপগেইট ছনখলা এলাকায় এলাকাবাসীর গনপ্রহারে মৃত্যু হয় ড্রপগেইট এলাকার বাসিন্দা পূর্নমোহন নোয়াতিয়ার ছেলে অজয় নোয়াতিয়ার ( ২৫ )৷


অজয় নোয়াতিয়ার শশুর বাড়ীর লোকজন ও এলাকাবাসী মিলে অজয় নোয়াতিয়ার উপর গন প্রহার করেবলে অভিযোগ করে শান্তির বাজার থানায় এক লিখিত মামলা দায়ের করলো অজয় নোয়াতিয়ার পিতা পূর্নমোহন নোয়াতিয়া৷ পুত্রের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে এই মামলা দায়ের করাহয়৷ পিতার লিখিত মামলা হাতেপেয়ে ঘটনার তদন্ত শুরু করলো শান্তির বাজার থানার পুলিশ৷


এই নিয়ে থানার কর্তব্যরত অফিসার সংবাদমাধ্যমের সামনে জানান উনারা শান্তির বাজার থানায় ২০২১ এর ১৬ নাম্বারে মামলা গ্রহন করেছেন যার মধ্যে ৩০২/৩৪ আই পি সি এক্টে মামলা গ্রহন করেছে৷ এই মামলাগ্রহনের পরবর্তী সময় ঘটনার সাথে জরিত দুইজন আসামীকে গ্রেপ্তার করলো শান্তির বাজার থানার পুলিশ৷ এই দুই অভিযুক্ত হলো শান্তির বাজার মহকুমার রাতাছড়ার বাসিন্দা বিরেন্দ্র মুড়াসিং ও অম্পী থানার অন্তর্গত তৈদু এলাকার বাসিন্দা অনিল দের্বমা৷ অভিযুক্ত দুই আসামীকে গ্রেপ্তারকরে আজ বিলোনীয়া জেলা ও দায়রার আদালতে প্রেরন করাহয়৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *