নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটনা বিশালগড় থানার অন্তর্গত লাল সিংমুড়া মন্ডপ টিলা এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷সংবাদ সূত্রে জানা যায় বিশালগড় লাল সিং মুড়া এলাকার রাজিব মিয়া পেশায় রাজমিস্ত্রি৷ একই এলাকার মেয়ে সখিনা বেগমের সাথে ভালোবাসার সম্পর্ক হয়৷
সম্পর্কটি মেনে নিতে পারছিল না সখিনার পরিবারের লোকজন৷ গত তিন মাস পূর্বে তারা পরিবারের অজান্তে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে৷
তখন থেকে সখিনার পরিবার সখিনার কোন খোঁজখবর নেয়নি বলে খবর৷ সখিনা রাজিব মিয়ার সাথে সংসার শুরু করে৷ কিন্তু সোমবার বেলা ১২টার সময় রাজিব একটি গাড়ি করে সখিনাকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেখতে পান সখিনার গলায় আঘাতের চিহ্ণ রয়েছে৷ কর্তব্যরত চিকিৎসক জানান অনেক আগেই মৃত্যু হয়েছে তার৷ চিকিৎসকরা তখন পুলিশকে খবর দেয়৷ পুলিশ আসলে হাসপাতাল থেকে স্বামী রাজিব সহ সঙ্গে থাকা সবাই পালিয়ে যায়৷ বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে৷ সর্বত্র এখন শুধু একটাই গুঞ্জন যে সখিনার মৃত্যুর পেছনে বিরাট রহস্য লুকিয়ে রয়েছে৷ এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে৷