নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৫ এপ্রিল৷৷ গৃহবধূকে হত্যার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে৷ ঘটনার বিবরনে জানাযায় গত ৫ বছর আগে যতনবাড়ীর চেলামগ পাড়ার বাসিন্দা নাংথুই মগ ( ২৫ ) এর সাথে কলসী পাতিছড়া এলাকার বাসিন্দা কান্দি মগ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধহয়৷ বিয়ের কিছুদিন ঠিক ঠাক চললেও পরবর্তী সময় গৃহবধূর উপর নির্যাতন শুরু করে স্বামী এমনটাই অভিযোগ৷
নির্যাতনের সীমা অতিক্রান্ত হবারপর গতকাল বিকেলবেলা নাংথুই মগকে প্রানে মেরে ফেললো স্বামী এমনটাই অভিযোগ৷ নাংথুই মগ কে শারিরিক নির্যাতনের পর চিকিৎসারজন্য শান্তির বাজার জেলাহাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাংথুই মগকে মৃত বলে ঘোষনা করেন৷ গৃহবধূর মৃত্যুর খবরপেয়ে আজ শান্তির বাজার জেলা হাসাপালে ছুটে আসে পরিবারের লোকজন৷ পরিবারের লোকজনদের পক্ষথেকে স্বামীর বিরুদ্ধে গৃহবধূর হত্যার বিষয়ে বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করাহয়৷ এই মৃত্যু নিয়ে পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে নাংথুই মগের মৃত্যুর জন্য স্বামী কান্দি মগকে দায়ী করছেন৷ জানাযায় মৃত্যু কালে নাংথুই মগ উনার ৩ বছরের এক পুত্র সন্তান রেখে গেছেন৷ মৃতদেহ আজ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়াহয়৷ গৃহবধুর এই অস্বাভাবিক মৃত্যুর সঠিক কারন খুজতে ঘটনার তদন্ত করছে পুলিশ৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে ও দোষীর শাস্তি প্রদানে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে৷

