দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ লক্ষ, একদিনে মৃত্যু ২,৭০০-র বেশি

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.) : দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। প্রতি দিন আক্রান্তের সংখ্যা তার আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২ হাজার ৭০০-র বেশি। রবিবার আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ লক্ষ।  টানা ৪ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের বেশি।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১, যা এ যাবৎ সর্বাধিক। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার ১৭২। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৬৭ জনের, যা এখনও পর্যম্ত সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়ে মোট ১ লক্ষ ৯২ হাজার ৩১১ জন মারা গিয়েছেন।


দৈনিক সংক্রমণ এ ভাবে বৃদ্ধি পাওয়ায় লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১ লক্ষ ২৯ হাজার ৮১১। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৬ লক্ষ ৮২ হাজার ৭৫১। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ২০.৩৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৬.১০ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ লক্ষ ১৯ হাজার ৫৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২৭ কোটি ৭৯ লক্ষ ১৮ হাজার ৮১০ জনের নমুনা পরীক্ষা হয়েছে ভারতে। যদিও গত তিন দিনে দেশে টিকাকরণের সংখ্যা কমেছে। শুক্রবার দেশে ৩১ লক্ষ ৪৭ হাজার ৭৭৬ জনকে টিকা দেওয়া হয়েছিল। শনিবার তা কিছুটা কমে হয় ২৯ লক্ষ ১ হাজার ৪১২। গত ২৪ ঘণ্টায় ২৫ লক্ষ ৩৬ হাজার ৫৮৫ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ১৪ কোটি ৯ লক্ষ ১৬ হাজার ৪১৭ জনকে টিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *