নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ শনিবার সকালে মধ্য ডুকলি এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মধ্য ডুকলি এলাকায় সজল দেব নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তার মাথায় আঘাতের চিহ্ণ রয়েছে৷ তাকে খুন করা হয়েছে বলে আশঙ্কা৷
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ স্থানীয় সূত্রে জানা যায় ওই যুবক নেশাগ্রস্ত থাকতো৷ অনেক সময় বাড়ি করে যেত না৷ তবে কারও বাড়িতে গিয়ে ঝামেলা কিংবা কারো সঙ্গে ঝগড়া ঝাটি করার কোনো নজির নেই বলে দাবি করেছেন আত্মীয় পরিজনরা৷ তাদের অভিযোগ ওই যুবককে হত্যা করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার আউটপুটের পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ৷ মহারাজগঞ্জ থানার পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে এটি অস্বাভাবিক মৃত্যু ,নাকি তাকে হত্যা করা হয়েছে৷

