মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-র

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.) : আজ মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন তিনি টুইটে লেখেন, ভগবান মহাবীরের শিক্ষায় এবং তাঁর দেখানো পথেই আগামী দিনে চলতে হবে। এদিন তিনি জৈন ধর্মাবলম্বী মানুষদের পাশাপাশি গোটা দেশবাসীকে মহাবীর জয়ন্তীতে শুভেচ্ছা জানিয়ে, ভগবান মহাবীরের মানবতার পথ “অহিংসা পরম ধর্ম” এবং “বাঁচো এবং অন্যকে বাঁচতে দাও” এই দুইয়ের শিক্ষায় আগামীদিনে কোভিদ-১৯কে পরাস্ত করতে পারব বলে তিনি টুইট করে জানিয়েছেন।

 পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন তিনিও টুইট করে মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, ভগবান মহাবীরের অহিংসা ও আত্মত্যাগ-র পথ আমাদের নতুন করে শিক্ষা দেয়।   কেন্দ্রীয় মন্ত্রী পীয়ুষ গোয়েল এবং কেন্দ্রীয় নীতিন গডগড়িও এদিন মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।