নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ রাজ্যে আগমনকারী বিমান যাত্রীদের করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে৷ শনিবার থেকে আগরতলা বিমান বন্দরে যারা অবতরণ করেন প্রত্যেককেই করোনা টেস্ট করানো হচ্ছে৷ তবে যেসব বিমান যাত্রী ৭২ ঘণ্টার সময়সীমার মধ্যেকার আর টি সি সি আর দেখাতে পারবেন তাদেরকে করোনা টেস্ট করা হবে না বলে জানিয়েছেন বিমান বন্দর কর্তৃপক্ষ৷
রাজ্য সরকারের নির্দেশে অনুযায়ী আগরতলা বীরবিক্রম বিমানবন্দরে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণ রাজ্যৈও ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ বেশিরভাগ ক্ষেত্রেই বহি রাজ্য থেকে আগত যাত্রীদের মাধ্যমে করণরো সংক্রমিত হচ্ছে৷ বিমানবন্দর কর্তৃপক্ষ জানান বিশেষ করে মহারাষ্ট্র থেকে যেসব যাত্রী রাজ্যে আসছেন তাদের মধ্যে পাঁচ শতাংশের শরীরে করোণার ভাইরাস পাওয়া যাচ্ছে৷ করোনা সংক্রমনের হার নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷
আগরতলা বিমানবন্দর কর্তৃপক্ষ জানান যাত্রীরা বিমান থেকে নামার পর প্রত্যেকের থার্মাল স্ক্রীনিং টেস্ট করা হচ্ছে৷ যে সব যাত্রী আর টি সি সি আর দেখাতে পারছেন তাদেরকে লাগেজসহ ছেড়ে দেওয়া হচ্ছে৷ অন্যান্য যাত্রীদের করোনা টেস্ট করার পর নেগেটিভ আসলেই টার্মিনালে ঢুকতে দেওয়া হচ্ছে৷ করোনা পজেটিভ আসলে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের হোমকোয়ারেন্টাইনে থাকতে হবে৷ করোণা ভাইরাসের সংক্রমণ মোকাবেলা এবং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷
শুধু বিমানবন্দরেই নয় ,রেলস্টেশন এবং সড়ক পথে আসা যাত্রীদেরকেও করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে৷