দ্বিতীয় ঢেউয়ে শতক পার , রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১২৭ জন, সক্রিয় ৬২৭

আগরতলা, ২৪ এপ্রিল (হি. স.) ৷৷ ত্রিপুরায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় শতক পার করেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে এই প্রথম শতক পার হয়েছে৷ স্বাস্থ্য দফতর সূত্রের দেওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১২৭ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন৷ ফলে পরিস্থিতি নিঃসন্দেহে গত বছরের থেকেও ভয়ংকর দিকেই এগিয়ে চলেছে বলেই মনে হচ্ছে৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৬২৭৷


সূত্রের তথ্য অনুযায়ী, নতুন করে আক্রান্তদের মধ্যে পশ্চিম জেলায় সর্বাধিক ৮২ জন করোনা আক্রান্ত রয়েছেন৷ এছাড়া, উত্তর ত্রিপুরা জেলায় ১৩ জন, খোয়াই জেলায় ১০ জন, গোমতি ত্রিপুরা জেলায় ৬ জন, দক্ষিন ত্রিপুরা জেলায় ৬ জন, উনকোটি জেলায় ৫ জন, ধলাই জেলায় ৪ জন এবং সিপাহীজলা জেলায় ১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন৷
করোনার প্রকোপ বৃদ্ধির সাথে সমস্ত জেলায় কোভিড কেয়ার সেন্টার গড়ে তোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ তাছাড়া, পর্যাপ্ত অক্সিজেন-র যোগান রেখেছে ত্রিপুরা সরকার৷ বোধজং নগরে ফিলিং স্টেশনে জোরকদমে অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত করার কাজ চলছে৷ ত্রিপুরা প্রশাসনের দাবি, করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠলেও হাসপাতালে শয্যা এবং অক্সিজেনের ঘাটতি হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *