মুম্বই, ২৫ এপ্রিল (হি.স.) : ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে মহারাষ্ট্র। সংক্রমণ মোকাবিলা কার্যত অসাধ্য হয়ে পড়েছে মহারাষ্ট্র সরকার। গোটা রাজ্যে হ হু করে ছড়াচ্ছে করোনা। সরকারি-বেসরকারি হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড়। হাহাকার অক্সিজেনের জন্যও। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন করে ফের রাজ্যে ৬৭ হাজার ১৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে রাজ্যে করোনার বলি আরও ৬৭৬ জন। রাজ্যে করোনা অ্যাক্টিভ কেস বেড়ে বর্তমানে ৬ লক্ষ ৯৪ হাজার ৪৮০।
শুধু বাণিজ্যনগরী মুম্বইয়েই শনিবার নতুন করে ৫ হাজার ৮৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭১ জনের। বাণিজ্যনগরীতে এই মুহূর্তে ৭৮ হাজার ৭৭৫ জন করোনা অ্যাক্টিভ রোগী রয়েছেন। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪১ লক্ষ ৮৭ হাজার ৬৭৫ জন। এরই পাশাপাশি ইন্সটিটিউশনাল কোয়ারেন্টাইনে রয়েছেন ২৯ হাজার ২৪৬ জন।
সংক্রমণের বিদ্যুৎ গতি পুণেতেও। শনিবারের তথ্য অনুযায়ী, পুণেতে একদিনে নতুন করে প্রায় ৪ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭৪ জনের। বর্তমানে পুণেতেই ১ লক্ষ ৮ হাজার সক্রিয় করোনা রোগী রয়েছেন। রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, থানেতে করোনা অ্যাক্টিভ কেস ৮০ হাজারের বেশি। নাগপুরেও ৮০ হাজার ৮৭টি করোনা অ্যাক্টিভ কেস। একইভাবে নাসিকে ৪২ হাজার, আহমেদনগরে ২৪ হাজারের বেশি করোনা অ্যাক্টিভ রোগী রয়েছেন।

